ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নওগাঁয় তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
নওগাঁয় তাপমাত্রা বাড়লেও কমেনি শীত ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে বইয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতও।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্ৰি সেলসিয়াস।

গেলও কয়েকদিন জেলার তাপমাত্রা নিম্নমুখী হলেও আজ কিছুটা বেড়েছে।

জেলার বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত কয়েকদিন থেকেই জেলা জুড়ে ঠাণ্ডা হাওয়া বইছে। এ ঠাণ্ডার প্রকোপ আরও বেশ কয়দিন থাকতে পারে।

তিনি বলেন, গতকাল  জেলায় মৌসুমের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে, সঙ্গে বেড়েছে শীতও। তাপমাত্রা বাড়লেও ঠাণ্ডা কমেনি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।