পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সমমনা মানুষদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ২০২২ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ১০০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এ স্বেচ্ছাসেবী ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছিল রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে।
দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবস উদ্যাপন ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য।
সে লক্ষ্য বজায় রেখে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫ মে থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। এর অংশ হিসেবে আগামীকাল ২০ মে, শনিবার সকাল ১১টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে বৃক্ষরোপণের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। বৃক্ষরোপণের স্থান নির্ধারণ করা হয়েছে মেকানিক্যাল ইয়ার্ড, রাজউক পূর্বাচল ১ নং সাইট অফিস (প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও নীলা মার্কেটের কাছে), পূর্বাচল নতুন শহর প্রকল্প।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩