ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শীতের যাই-আসি ভাব যেন যাচ্ছেই না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, মার্চ ৯, ২০২৪
শীতের যাই-আসি ভাব যেন যাচ্ছেই না

খুলনা: হঠাৎ কয়েকদিন ধরে প্রকৃতিতে শীতের অনুভূতি। পঞ্জিকার অনুশাসন মানছে না ঋতুচক্র।

অস্বাভাবিক আচরণ করছে আবহাওয়া। ভরা ফাল্গুনে ওঠিয়ে রাখা শীতের পোশাক আবার পরছে অনেকে। ফাল্গুনের শুরুতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে এখন আবার নামছে। কুয়াশা ঢেকে রাখছে বসন্তের আকাশ। শেষ রাতে বেশি শীত পড়ছে খুলনা অঞ্চলে।

হঠাৎ এ শীতের প্রভাব অবাক করে দিচ্ছে অনেককে। শীতের কাপড় পরবে না সঙ্গে নিয়ে বের হবে তা নিয়েও দ্বিধাগ্রস্ত মানুষ। কেন এমন আবহাওয়া প্রশ্ন অনেকের মুখে। শীতের যাই-আসি ভাব যেন যাচ্ছেই না। এতে বাড়ছে রোগ-ব্যাধি।

খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে জানান, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন আচরণ। যার কারণে শীতের সময় শীত কম থাকছে, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, তাপমাত্রা বেশি হয়। এ ছাড়া এখন তাপমাত্রা সামান্য বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, যা সামনে আরও বাড়লে শীত কমে যাবে। আগামী ১৫ মার্চের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহখানেকের মধ্যে গরম বেড়ে গেলে শীত কমে যাবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।