খুলনা: ক্রমাগত বেড়েই চলেছে খুলনায় তাপমাত্রা। দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে।
সোমবার (২৯ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। ধান, আম, লিচু, সবজির ফলন এবং হাঁস-মুরগি ও গরু-ছাগল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমআরএম/আরবি