ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

রাঙামাটি: দীর্ঘদিন তীব্র তাপপ্রবাহের পর অবশেষে রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি হয়েছে।  

শনিবার (১৮ মে) দুপুর থেকে রাঙামাটিতে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

তবে বিকেলের দিকে সূর্য উঁকি দিলেও আকাশ মেঘলা রয়েছে।

রাঙামাটি আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা ক্যাসিনো মারমা বলেন, শনিবার দুপুর থেকে রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়। শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে টানা বৃষ্টির ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অনেকদিন পর তীব্র গরম থেকে মুক্তি মিলেছে আজ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।