ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঝোড়ো হাওয়ায় মাটিতে পড়ল বকের ছানা, গাছে তুলে দিল দমকল বাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
ঝোড়ো হাওয়ায় মাটিতে পড়ল বকের ছানা, গাছে তুলে দিল দমকল বাহিনী

দিনাজপুর: হঠাৎ ঝোড়ো বাতাসে আম গাছে থাকা বকের বাসা থেকে একটি বকের ছানা মাটিতে পড়ে যায়। মাটি থেকে বকের বাসার উচ্চতা বেশি হওয়ায় কোনোভাবেই ছানাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাচ্ছিল না।

অবশেষে দমকল বাহিনীর সদস্যের সহায়তায় ছানাটিকে তার বাসায় তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর প্রেসক্লাব চত্বরের আম গাছে থাকা বকের বাসা থেকে ছানাটি পড়ে যায়।

প্রতক্ষ্যদর্শী আরমান হোসেন বলেন, বিকেলে বৃষ্টির পর বাতাসের গতি বেড়ে যায়। একপর্যায়ে আম গাছে থাকা বকের বাসা থেকে ছানাটি মাটিতে পড়ে যায়। ছানাটিকে পেয়ে গাছে তুলে দিতে চেষ্টা করা হয়। পরে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার বিপুল সরকার সানি ছানাটিকে গাছে তুলে দিতে দমকল বাহিনীকে কল দেন।  

জাগ্রত সমাজকল্যাণ সংস্থার পরিচালক আফসানা ইমু বলেন, বকের ছানাকে গাছে তুলে দিতে যখন দমকল বাহিনীকে কল দেওয়া হয়, তখন তারা অন্য কাজে ছিলেন। যেহেতু আমরা পশুপাখি নিয়ে কাজ করি, তাই আমাকে বলা হয় দমকল বাহিনী থেকে। উচ্চতা বেশি হওয়ায় গাছে ওঠা সমস্যা ছিল। পরে দিনাজপুর দমকল বাহিনীর সদস্যরা এসে উঁচু মই দিয়ে বকের ছানাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।  

ছানাটি উদ্ধারে অংশ নেওয়া দমকল বাহিনীর সদস্য রুবেলুজ্জামান বলেন, আমরা সর্বদা মানবসেবায় নিয়োজিত। এছাড়া অনেক সময় পশুপাখি উদ্ধারের মতো মানবিক কাজও করে থাকি। আজ আমাদের যখন খবর দেওয়া হয় যে একটি পাখির ছানা পড়ে গেছে,  তখন আমরা সঙ্গে সঙ্গে সাড়া দিই। পরে আমাদের স্যারের অনুমতিতে উদ্ধার কাজে আসি। পরে বকের ছানাকে গাছে তুলে দেওয়া হয়। এ কাজটি করে অনেক ভালো লাগছে।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।