ঢাকা: চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। হতে শিলাবৃষ্টিও।
রোববার (২ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুন ইসলাম।
তিনি জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এদিকে এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্র বৃষ্টি/ শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে। দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।
কৃষি আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২-৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫০-৭.৫০ ঘণ্টা থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
ইইউডি/জেএইচ