ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে 

চুয়াডাঙ্গা: টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষ বেলায় চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।  

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) এ চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা না থাকলেও মধ্য রাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।