ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভারী বৃষ্টিপাতে বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ভারী বৃষ্টিপাতে বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়বে

ঢাকা: আগামী পাঁচদিনের ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রবণ নদ-নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাবে। কেননা, এ সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছেন।

পাউবো’র নির্বাহী প্রকৌশরী সরদার উদয় রায়হান জানান, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার প্রধান নদীগুলো তথা সুরমা, ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে সব নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও তৎসংলগ্ন উজানে গত সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়েছে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৭ দিনে সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। বর্ণিত সময়ে উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার প্রধান নদীগুলো ও অন্যান্য উপ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, তবে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে পর্যবেক্ষণাধীন ৪৬টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ১৯টিতে, কমেছে ২৫টিতে। আর অপরিবর্তিত আছে ২টি স্টেশনের পানির সমতল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৬
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।