ঢাকা: দেশের ১২টি অঞ্চলে বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে বয়ে যেতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।
বুধবার (৩০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার জেলাসমুহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
ইইউডি/এমজে