ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তিনমাসে নয়টি তাপপ্রবাহের আভাস, তীব্র হতে পারে দুটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, মে ৭, ২০২৫
তিনমাসে নয়টি তাপপ্রবাহের আভাস, তীব্র হতে পারে দুটি

ঢাকা: আগামী তিন মাসে দেশের ওপর দিয়ে নয়টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এগুলোর মধ্যে তীব্র হতে পারে তিনটি তাপপ্রবাহ।

বুধবার (৭ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এসএম কামরুল হাসান জানান, আগামী জুলাই পর্যন্ত দেশে ৫ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১ ডিগ্রি সে.) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ থেকে ৪১ দশমকি ৯ ডিগ্রি সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তবে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করবে। এদিকে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।