ঢাকা: অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত আমন ধান রোপন করার উপযুক্ত সময় বলে মনে করছে আবহাওয়া অধিদফতর।
শনিবার আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সপ্তাহে সারাদেশে প্রতিদিন গড়ে পাঁচ ঘণ্টা থেকে ছয় ঘণ্টা রোদ থাকবে। যা পরবর্তী সপ্তাহে কমে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টায় এসে দাঁড়াবে। যে কারণে ৭ তারিখের মধ্যে আমনের জমি নিড়ানি দিয়ে ইউরিয়া সার ছিটিয়ে মাটি প্রস্তুত করার পরামর্শ দিচ্ছে অধিদফতর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সপ্তাহ থেকেই সারাদেশে মৌসুমী বায়ু প্রবাহিত হবে। পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত (৪-১০ মি.মি) এবং বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কিছু কিছু স্থানে মেঘাচ্ছন্নভাব এবং ভারী বর্ষণও (২২-৪৪ মি.মি) হতে পারে।
তবে রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় একই থাকবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪