ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হুদহুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হুদহুদ

ঢাকা: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হুদহুদ। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখার সময়ে দক্ষিণ আন্দামান ও বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঝড়টির গতিবেগ ছিলো ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত।

আগামী শুক্রবার ১১০ থেকে ১৪৫ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়েছে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা।   

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান গতিপথ দেখে মনে হয়, ঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দক্ষিণ অঞ্চলের দিকে এগুচ্ছে। তবে যে কোন সময় গতি পথ ঘুরে এটির বাংলাদেশের উপকূলে আঘাত হানাও বিচিত্র নয়। এরই মধ্যে চট্টগ্রামসহ দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দুরবর্তী সতর্ক সংকেত দেখিতে যেতে বলা হয়েছে।

ঝড়টি বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে।

এটি মঙ্গলবার দুপর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১১৫ কি. মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২০ কি. মি. দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৬৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি কলকাতা থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুর বা কলিঙ্গপত্তমের আশপাশে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হলেও আবহাওয়াবিদদের মতে এ মুহূর্তে কলকাতায় বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে। আগামী সোমবার নাগাদ ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ওমান এ ঘ‍ূর্ণিঝড়ের নামকরণ করেছে হুদ হুদ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।