ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কুকুর যখন অন্যরকম

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
কুকুর যখন অন্যরকম

ঢাকা: কুক‍ুর। বিশ্বস্ত প্রাণী হিসেবে এদের খ্যাতির শেষ নেই।

তবে যারা কুকুর ভালবাসেন না, নামটি শুনলেই তাদের কল্পনায় এক বদখত দেখতে ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। কিন্তু বিভিন্ন প্রজাতির এমন কিছু কুকুর রয়েছে যার তুলনা আপনাকে ভীষণ আনন্দ দিতে পারে।

আসুন পরিচিত হওয়া যাক এমন কিছু কুকুরের সঙ্গে। পাশাপাশি আমরা বাংলানিউজের পরিবেশ ও জীববৈচিত্র্য পাঠকদের জন্য মজার তুলনা দেওয়ার চেষ্টা করা হলো।


সার পাই কুকুর হলেও দেখতে একদম তোয়েলের মতো!


আদর করে একে ডাকা হয় পাপি। পাশাপাশি দাঁড় করালে পাপি ও টেডিকে মনে হবে এরা জমজ।


স্যার রিচার্ড চার্লস নিকোলাস ব্রাসন একজন ইংরেজ শিল্পপতি ও বিনিয়োগকারী। তবে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। ১৯৫০ সালের ১৮ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। তার সঙ্গে কুকুরটির চেহারায় ভীষণ মিল!


পিটার মেহিউ’র একটি ফিকশন চরিত্র চিউবাকা। এই কুকুরটিও দেখতে ঠিক চিউবাকার মতো।


করমোডোর কুকুর যখন ছোট থাকে তখন দেখতে ঠিক ঝাড়ুর মতো।


এরা দেখতে একদম ফ্রাইড চিকেনের মতো।


হঠাৎ দেখলে ক্রয়স্যান্ট ভেবে ভুল হতে পারে।


কেকের সঙ্গে এদের চেহারার দারুণ মিল।


জর্জ লুকাসের স্পেস অপেরা সিনেমার একটি চরিত্র যাব্বা দ্য হাট। একই চেহারার একটি কুকুরও রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।