ঢাকা: কুকুর। বিশ্বস্ত প্রাণী হিসেবে এদের খ্যাতির শেষ নেই।
আসুন পরিচিত হওয়া যাক এমন কিছু কুকুরের সঙ্গে। পাশাপাশি আমরা বাংলানিউজের পরিবেশ ও জীববৈচিত্র্য পাঠকদের জন্য মজার তুলনা দেওয়ার চেষ্টা করা হলো।
এরা দেখতে অনেকটা হাতি শাবক ডাম্বোর মতো। কেননা এদের কান অস্বাভাবিক রকম লম্বা।
এটি দেখতে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মতো।
এরা দেখতে সেই পরিচিত চেহারা স্টিচের মতো।
কুকুরটি শুয়ে থাকলে দূর থেকে দেখে রুটি ভেবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিশুদের প্রিয় ‘আইসএজ’ সিনেমার একটি জনপ্রিয় চরিত্র সিড। এই কুকুরটিও ঠিক সিড’র মতোই দেখতে।
কুকুর হলেও এরা সাধারণত দেখতে সিংহের মতোই হয়।
এমন আরেকটি কুকুর রয়েছে যাদের মানুষের দাঁতের সঙ্গে তুলনা করা যায়।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪