ঢাকা: জাপানের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘ভংফং’। এটি ক্যাটাগরি-৫ টইফুনে রূপ নিতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার নাগাদ ঝড়টি জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানবে। এ সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ২৫২ কিলোমিটার (১৫৬ মাইল)। মঙ্গলবার এটি দুর্বল হয়ে পড়বে।
তবে ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা সুপার টাইফুন ‘হাইয়ান’র মতো শক্তিশালী নয় ‘ভংফং’। ঘণ্টায় তিনশ’ কিলোমিটার বেগে আঘাত হানা ওই ঝড়ে দেশটিতে প্রায় আট হাজার মানুষের প্রাণহানি ঘটে।
টাইফুন ‘ভংফং’র আঘাতে হিরোশিমা, নাগাসাকি, টোকিও, ফুকুশিমায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে ‘ভংফং’।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪