ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গ্রামের লোকজন পিটিয়ে বিরল প্রজাতির একটি বনরুই হত্যা করেছেন।
এরপর থেকে একটি চক্র বনরুইটির চামড়া নেওয়ার পায়তারা করছে বলে জানা গেছে।
ফতেপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী মোসলেমা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে প্রাণীটি তাদের রান্না ঘরে ঢুকে পড়ে। এসময় তারা আতঙ্কে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে প্রাণীটি ধরে ফেলেন। পরে তারা বনরুইটিকে পিটিয়ে হত্যা করেন। শুক্রবার সকালে ওই প্রাণীটিকে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।
স্থানীয় সিরাজুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন এসে প্রাণীটির চামড়া ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে শেষ পর্যন্ত তারা চামড়া তুলতে পারেননি।
পাশের গ্রাম কয়রা থেকে আসা মজিবর রাহমান বলেন, এ ধরনের প্রাণী আগে কখনো দেখিনি।
ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এটি বনরুই বলে ধারণা করা হচ্ছে। এটি সংরক্ষণের মূল দায়িত্ব বনবিভাগের।
বৃহস্পতিবার মধ্যরাতে ওই প্রাণীটি হত্যা করা হয়। তবে বিষয়টি সাংবাদিকদের গোচরে আসে শুক্রবার।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪