ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রংপুরে ৮ ফুট অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
রংপুরে ৮ ফুট অজগর উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর মহানগরীর হনুমানতলার ক্যাপ্টেন ডেইরি খামার থেকে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে খামার কর্তৃপক্ষ।

সোমবার (১০ নভেম্বর) রাতে খামারের একটি পরিত্যক্ত স্থান থেকে সাপটি উদ্ধার করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত স্থানে সাপটিকে দেখতে পেয়ে খামারের এক কর্মচারী খবর দিলে কর্মকর্তারা এসে উদ্ধার করেন।

পরে রংপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলেও দায়িত্বরত ডেপুটি কিউরেটর অজগরটি নিতে অপারগতা প্রকাশ করেন।

তবে, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অজগরটি সংগ্রহে আগ্রহ দেখিয়েছেন বলে জানান রংপুর চিড়িয়াখানার কর্মচারী বাদল রহমান।

বাংলাদেশ সময়: ০২৫৭ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।