ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজধানীতে তক্ষক উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
রাজধানীতে তক্ষক উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়িনের (র‌্যাব-৪) সদস্যরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিন গত মধ্য রাতে রমনা ১৩৬, নুরজাহান টাওয়ারের একটি ফ্লোর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।



ঢাকা বিভাগ বন্যপ্রাণী পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় রোধে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়। এসময় বেচাকেনায় জড়িত থাকার অপরাধে চার জনকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।

রাতেই পুরাতন বিমান বন্দর এলাকায় তক্ষকটি অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।