ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাইথন পিটিয়ে কুকুর বাঁচালেন মালিক (ভিডিও)

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
পাইথন পিটিয়ে কুকুর বাঁচালেন মালিক (ভিডিও)

ঢাকা: প্রভুভক্ত পোষা কুকুরকে কে না ভালোবাসেন। আর পছন্দের সেই কুকুরকে যদি আপনার সামনে ভক্ষণে উদ্যত হয় কোনো ক্ষুধার্ত পাইথন তাহলে নিশ্চয় বসে থাকতে পারবেন না।



ঘটনাটি ভারতের কর্নাটকের। বাড়ির পোষা কুকুরটি পাশের জঙ্গলে গেলে হঠাৎ একটি পাইথন এসে তাকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরে। দৃশ্যটি দেখে ফেলেন মালিক।

সঙ্গে সঙ্গে তিনি কিছুটা দূরত্ব বজায় রেখে পাইথনটাকে সরানোর চেষ্টা করেন। হাতে তুলে নেন একটি পাতাসহ গাছের ডাল।

সেটা দিয়ে আঘাত করে সরানোর চেষ্টা করেন পাইথনটাকে। ততক্ষণে কুকুরটির প্রাণ যায় যায়। কিন্তু মালিকের নেওয়া রিস্কটি কাজে লাগলো।

উল্টো ভয় পেয়ে ঠিকই আস্তে আস্তে পেঁচ ছাড়িয়ে নিলো সে। তারপর ছুটে পালালো জঙ্গলে।

আর কুকুরটি! সে এত জোরে দৌড় দিলো যে টিকি দেখা গেলো না।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কুকুরটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে সচরাচার এ দৃশ্য দেখা যায় না। কারণ পাইথনের মতো ভয়ংকর সাপ একবার কোনো শিকার ধরলে সেটা সহজে ছাড়ে না।



বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।