ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

প্রাণের সাক্ষী গাছের খোঁড়ল

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
প্রাণের সাক্ষী গাছের খোঁড়ল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল: ‘গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছে বাসা,/ মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছে খাসা’। সুকুমার রায়ের ‘বড়াই’ ছড়াটি হঠাৎ মনে পড়ে গেল গাছের গর্ত বা খোঁড়ল দেখে।

প্রকৃতির এ খোঁড়লেই জন্ম নেয় নতুন প্রাণ।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীরে বিচরণের সময় হঠাৎ চোখে পড়ল এ গাছটি। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। স্থানীয়দের কথা বলে জানা গেল, গাছটির নাম মেন্দা। এই গাছের ছাল, বাঁকল মেশিনে মিহিগুঁড়া করে মশার কয়েল তৈরি করা হয়। মূল্যবান মাঝারি আকারের এ গাছটি নিচের দিকে একটি গর্ত। তাতে জমে রয়েছে খানিকটা পানি।
Srimangal_Feature_Pic_1
খোঁড়ল অনেক রকমের রয়েছে। গাছের প্রকারভেদে খোঁড়লের আকার-আকৃতির তারতম্য ঘটে। কোনো কোনো খোঁড়লে আবার পানিও জমা থাকে। মশা, ব্যাঙ বা তার সমগোত্রীয় কোনো প্রাণী সেই পানিতে বসে থাকে।

আবার শুকনো খোঁড়লও রয়েছে। খোঁড়ল থেকে খুঁড়লে শব্দটি এসেছে। আর এই শব্দে আশ্রিত হয়ে খুঁড়লে পেঁচা (Spotted Owlet) নামক আমাদের দেশের একটি বিশেষ পাখির নামকরণ করা হয়েছে। সে খোঁড়লে থাকে বলে তার এ বৈশিষ্ট্য নামটির সঙ্গে যুক্ত হয়ে তাকে স্পষ্ট পরিচিতি দান করছে। তার জীবনপ্রণালির অনেকটা অংশ জুড়ে থাকে এই খোঁড়ল বা গর্ত। ‍
Srimangal_Feature_Pic_2
অন্যদিকে কাঠ ঠোকরাদের (Woodpecker) কর্মচঞ্চলতা বনের নির্জনতা ভাঙে! এরা  কীটপতঙ্গ খোঁজার সময় বা খোঁড়ল তৈরির জন্য গাছের গায়ে তাদের সুদৃঢ় লম্বা ঠোঁটের ক্রমাগত আঘাত করতে থাকে। তাতেই কিছুটা উচ্চৈঃস্বরের শব্দ তৈরি হয়।    

চিরসবুজ বনে হঠাৎই হঠাৎই নামে বৃষ্টি। অনেকটা মুষলধারায়। সেই বৃষ্টিকণা গিয়ে জমা হয় গাছের গর্তে। সেই বৃষ্টিধারাকে বুকে জড়িয়ে রাখে গাছ। কোনো কোনো ছোট্ট প্রাণীর বংশবিস্তারে এমন খোড়লই একমাত্র অবলম্বন। এই খোড়লই নবজীবনে সাক্ষী হয়ে থাকে কোনো পাখি, ব্যাঙসহ অনেক প্রাণীদের ছানা বা সন্তান উৎপাদনে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।