সুনামগঞ্জ: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সনাকের সাবেক সভাপতি পরিমল কান্তি দে, শিক্ষাবিদ র্ধুজুটি কুমার বসু, জেলা সনাকের সভাপতি নূরু রব চৌধুরী, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, রমেন্দ্র কুমার দে মিন্টু, গোলাম কিবরিয়া, সাংবাদিক খলিল রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ কোনো অনুদান বা অনুকম্পা নয়। এটা বাংলাদেশের অধিকার।
১ ডিসেম্বর সোমবার থেকে ১২ ডিসেম্বর পেরুর রাজধানী লিমাতে ২০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন-২০১৪ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪