ঢাকা: সারাদেশে ষাঁড়-ছাগল-মুরগির লড়াই ও কুকুর নিধন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এ আদেশ দেন।
একইসঙ্গে সুনামগঞ্জের ছাতকে এ ধরনের কার্যক্রম পরিচালনার উপর আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী আদালতে রিট আবেদনটি করেন।
তিনি বলেন, এটি একটি নিষ্ঠুর প্রক্রিয়া। এ ধরনের খেলায় নিরীহ প্রাণীদের অংশ নিতে আমরা বাধ্য করতে পারি না। বিশ্বজুড়ে প্রাণী অধিকার নিয়ে মানুষ সচেতন হচ্ছে। এ ধরনের খেলা বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪