ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুন্দরবন রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
সুন্দরবন রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সুন্দরবনের ভেতরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, অবিলম্বে তেল অপসারণ, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সব ‘ধ্বংসকারী’ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়া বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় তারা এ কর্মসূচী পালন করেন।



এ সময় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ, এটি রক্ষার দায়িত্ব সরকারের। সুন্দরবন রক্ষায় যে পরিমাণ উদ্যোগ নেওয়ার প্রয়োজন, তা দেখা যায়নি। বরং দায়িত্বশীল মন্ত্রীরা অবহেলা ও অবজ্ঞার সুরে একের পর বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

অবিলম্বে দায়িত্বজ্ঞানহীন এমন আচরণ পরিহার করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুন্দরবন রক্ষায় দ্রুত শ্যালা নদী থেকে তেল অপসারণ করে সুন্দরবনের জীব বৈচিত্র্যকে রক্ষার দাবি জানান বক্তারা।     

সংগঠনের জেলা সাংগঠনিক শ্যামল বর্মনের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, কিবরিয়া হোসেন, দিলরুবা নুরী, আল-আমিন প্রধান তারেক ও নুসরাত জাহান ময়না।    

বাংলাদেশ সময়: ১৫০২  ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।