ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান কার্যকরে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান কার্যকরে সেমিনার

ঢাকা: বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান (বিটিএপি) কার্যকরে নির্দেশনা উন্নয়নমূলক একটি সেমিনারের আয়োজন করছে বন অধিদফতর। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বন অধিদফতরের সঙ্গে যৌথভাবে ইইউএসএইড’র বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি (বাঘ) সেমিনারটির ‍আয়োজন করবে।



সোমবার (১৫ ডিসেম্বর) ইইউএসএইড’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের করবী কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন অধিদফতরের প্রধান সংরক্ষক মো. ইউনুস আলি। এছাড়াও বন বিষয়ক জাতীয়-আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও বন অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেমিনারে উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।