ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

হাজারীবাগে ২৮টি চুল্লী ও ৭টি মিল ধ্বংস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
হাজারীবাগে ২৮টি চুল্লী ও ৭টি মিল ধ্বংস

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে স্থাপিত কারখানায় অভিযান চালিয়ে ২৮টি চুল্লী ও ৭টি খাবার প্রক্রিয়াজাতকরণ মিল ধ্বংস করেছে পরিবেশ অধিদফতর।
 
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ জাতীয় অবৈধ খাদ্য প্রক্রিয়াকরণ মিল পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ঝুট চামড়ার মাধ্যমে তৈরী করা এসব খাদ্যে প্রচুর পরিমাণ ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম থাকায় মুরগী ও মাছের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।