জামালপুর: জামালপুর সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় হাতিটি মারা যায়।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামের লোকজন হাই ভোল্টেজের একটি জেনারেটর ক্রয় করেন। যেটা বিদ্যুতের বিকল্প হিসেবে চলে ওই গ্রামে। রাতে হাতির পাল সেখানে এলে একটি হাতি জেনারেটরের তারে জড়িয়ে মারা যায়।
জামালপুর বিজিবি কমান্ডার লে. কর্নেল তারিক কবির বাংলানিউজকে জানান, হাতির মৃত্যুর খবর পেয়েছি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪