রাজশাহী: লাইসেন্স না থাকা ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) ৠাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ৠাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর্জা গোলাম সারোয়ার জানান, পরিবেশ রক্ষায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাগমারা থানার সূর্যপাড়া এলাকার ‘মেসার্স দেওয়ান ব্রিকস ফিল্ড’ এর মালিক রাজিবুল ইসলামকে ২০১৩ সালের ইট প্রস্তুত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারা অনুযায়ী দেড় লাখ টাকা এবং সুজনপাড়া এলাকায় অবস্থিত ইটভাটা ‘মেসার্স রতন ব্রিকস ফিল্ড’ এর মালিক মমতাজ উদ্দীন ওরফে মন্টুকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
তবে আদালতে ভুল স্বীকার করা ও জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়ায় কারাদণ্ডাদেশ থেকে অব্যাহতি দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫