ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১৫ মাইল বেগে আকাশে ওড়ে যে মাকড়শা

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
১৫ মাইল বেগে আকাশে ওড়ে যে মাকড়শা

ঢাকা: এবার নতুন এক প্রজাতির মাকড়শার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই মাকড়শার বৈশিষ্ট্য হলো এরা উড়তে পারে।

কেবল উড়তে পারে না, আকাশে ঘণ্টায় ১৫ মাইল বেগে ওড়ার সক্ষমতা রয়েছে এদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওড়াউড়ির এই বিশেষ গুণের পাশাপাশি এদের শরীরে রয়েছে মারাত্মক বিষ, যা মানুষেরও ক্ষতি করতে পারে। এদের বিষে প্রচণ্ড যন্ত্রণা হয়, পাশাপাশি শরীরের পেশীও ‍অকার্যকর হয়ে যায়। এখনও পর্যন্ত এদের বিষক্রিয়া থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় পাওয়া যায়নি।

তবে বিজ্ঞানীরা মাকড়শা কামড়ানোর পর বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য ওষুধ তৈরির গবেষণা চালাচ্ছেন।

আবিষ্কৃত নতুন এ প্রজাতির মাকড়শার নাম দেওয়া হয়েছে ‘অ‍ানগোলিয়ানটিটিস’। মূলত দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে এদের উৎপত্তি। তবে বন উজাড় হয়ে যাওয়ার কারণে এরা উত্তরাঞ্চলের দিকে সরে এসে বংশ বিস্তার করা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এটি/এইচএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।