ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শজারু খেয়ে অজগরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
শজারু খেয়ে অজগরের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: প্রায় ১৪ কেজির ওজনের শজারু খেয়ে এক আফ্রিকান অজগর মারা গেছে। শুক্রবার (২৬ জুন) দক্ষিণ আফ্রিকার একটি পার্কে এ ঘটনা ঘটে।



লেক ইল্যান্ড গেম রিজার্ভ কর্মকর্তা জেনিফার ফুলার বার্তা সংস্থা এএফপি জানান, দেহে কাটাযুক্ত শজারু জীবন্ত খেয়ে মহাবিপদে পড়ে ৩ দশমিক ৯ মিটার লম্বা অজগরটি। শজারুর কাটা পেটের মধ্যে গিয়ে ভীষণ যন্ত্রণা দেওয়া শুরু করলে সাপটি এক পর্যায়ে মারা যায়।

ফুলার বলেন, অজগরের শজারু খাওয়ার ঘটনা বিরল নয়। এটি তাদের খাদ্যের অংশ।

পরে পার্কের কর্মকর্তারা সাপটির পেট কেটে সজারুটি বের করে আনেন। পাথুরে অজগর আফ্রিকার সবচেয়ে বড় সাপ। এরা প্রায়ই বড় আকারের প্রাণী খেয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।