ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৫ সফল করার লক্ষ্যে ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর খিলক্ষেত এলাকায় সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।



এ সময় অন্যদের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ স্কাউটস, নৌ রোভার এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সরকারের ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৫’ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কাপ্তাই, মংলা ও কক্সবাজার জেলার নৌ স্কাউটসের উদ্যোগে দেশব্যাপী ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।