ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজশাহীতে ‘পরিবর্তন চাই’র পরিচ্ছন্ন অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
রাজশাহীতে ‘পরিবর্তন চাই’র পরিচ্ছন্ন অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজশাহী নগরে ‘দেশটাকে পরিষ্কার করি’ শীর্ষক পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে ‘পরিবর্তন চাই’ নামে একটি সংগঠন।

শনিবার (০৮ আগস্ট) বিকেলে নগরের মনি চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সন্ধ্যায় শহরের পদ্মা গার্ডেনে গিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে প্রায় ২০টি দলে মোট ৪০০ স্বেচ্ছাসেবী পৃথকভাবে পরিচ্ছন্ন সরঞ্জাম নিয়ে রাস্তার দু’পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে নিজ হাতে এসব আবর্জনা ‍নির্দিষ্ট ডাস্টবিনেও ফেলেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

পরিবর্তন চাই-এর সহ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি দিদারুল ইসলামের পরিচালনায় এতে ইভেন্ট কো-অর্ডিনেটর আতিকুর রহমান, পরিবর্তন চাই’র উপদেষ্টা মোহাম্মদ আমির হোসেন, অধ্যাপক  মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, সমাজসেবক মো. শামসুদ্দিন, মমতাজ দৌলত আরা লাকি, নিউরন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শেখ মো. মামুন, স্বেচ্ছাসেবীদের অন্যতম দলনেতা নাসির উদ্দিন ও বৃষ্টি হোসাইন বক্তব্য দেন।

নগর পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাসিক মেয়রকে স্মারকলিপি পড়ে শোনান পরিবর্তন চাই-এর সভাপতি ফিদা হক।

পরিচ্ছন্ন অভিযানে এক্স ক্যাডেটস ফোরাম, এসএআরএস ৮৫, নিউরন ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন স্বপ্ন, নবজাগরণ ফাউন্ডেশনের কর্মীসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর দেশব্যাপী  ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উদযাপন করবে পরিবর্তন চাই।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।