ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বেলার তামাক চাষের কুফল নিয়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
বেলার তামাক চাষের কুফল নিয়ে কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ‘তামাক চাষ: কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার পুষণা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



বেলা’র বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. লিয়াকত আলী।

কর্মশালায় কিশোরগঞ্জ উপজেলার পুষণা এলাকার তামাক চাষিরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে তামাক চাষ হয়ে আসছে। তামাক চাষের ফলে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, অন্যদিকে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হচ্ছে।

উত্তরবঙ্গ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলেও ব্যাপকভাবে তামাক চাষ হয়ে খাকে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, ২০১৪-১৫ অর্থবছরে নীলফামারী জেলায় ৪৩৮৫ হেক্টর, লালমনিরহাট জেলায় ১১৫০০ হেক্টর ও রংপুর জেলায় ২১৩০ হেক্টর জমিতে মোট ৩৮৭৫১ মেট্রিক টন তামাক চাষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।