ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরাবো দেশ’ স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল হক।


 
মেলা ঘুরে দেখা যায়- চেরিফল, হরিতকি, লুকলুকি, সফেদা, মাল্টা, জলপাই, আমড়া, আমলকি, কামরাঙা, তাল, বেল, বিলম্বি, কলম্বো লেবু, বাতাবি লেবু (জাম্বুরা) প্রভৃতি স্থান পেয়েছে। মেলায় প্রদর্শন স্টল রয়েছে ১০টি।
 
আগত দর্শনার্থীদের নজর কেড়েছে স্টলে স্থান পাওয়া বড় আকারের কদবেল।  

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার ভটাচার্য বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সর্বসাধারণকে উৎসাহ দিতে এ ফলদ মেলার আয়োজন করেছি। ফলগাছ পুষ্টি চাহিদা পূরণসহ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বিবিবি/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।