ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের ব্যবস্থা করবে সরকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, অক্টোবর ৪, ২০১৫
স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের ব্যবস্থা করবে সরকার

ঢাকা: গণপরিবহন ও জনসমাগমস্থলে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

রোববার (০৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জার্নি টু জিরো’ শীর্ষক স্যানিটেশন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।



আবদুল মালেক বলেন, ‘স্যানিটেশনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে পারে। বর্তমানের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আগামীদিনেও এ খাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখ‍া হবে। ’

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফচ এবং সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিসেল।

সম্মেলনে ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ডা. মো. খায়রুল ইসলাম মূল বক্তব্য তুলে ধরেন।

কয়েকটি এনজিও ও নেটওয়ার্ক সংস্থার সহযোগিতায় স্যানিটেশন সচিবালয়ে দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।