ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গাজীপুরে ৩ ট্রাক পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
গাজীপুরে ৩ ট্রাক পলিথিন জব্দ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে বিক্রি নিষিদ্ধ ১২ টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যাবসায়ীকে নিষিদ্ধ পলিথিন গুদামজাত ও বিক্রির জন্য ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।



সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী এ আদালত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তার কাঁচা বাজারে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর টাক্সফোর্স-১। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে বিসমিল্লাহ স্টোরকে ১৫ হাজার ও আলী জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এ দুই দোকানের গুদাম থেকে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।