ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দার্শনিক জ‍ালাল উদ্দিনের কুকুর প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
দার্শনিক জ‍ালাল উদ্দিনের কুকুর প্রদর্শনী ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গৃহে কুকুর পালনে উৎসাহিত করতে জাতীয় প্রেসক্লাবে পোষা কুকুর প্রদর্শনী ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দার্শনিক জালাল উদ্দিন মজুমদার এ প্রদর্শনীর আয়োজন করেন।



প্রদর্শনীতে বিভিন্ন জাতের কুকুর দিয়ে সহযোগিতা করেছে ‘ট্রাস্ট ক্যানেলস অ্যান্ড ইমপোর্টস কুকুর’।  

প্রদর্শনীতে প্রায় ১২ প্রজাতির কুকুর রয়েছে। এরমধ্যে ল্যাবেডর নামে একটি কুকুর রয়েছে। যেটির ঘ্রাণ নেওয়ার ক্ষমতা সবচাইতে বেশি। এক বিঘা জমির মধ্যে কোনো বোম পেতে রাখলে সেটি খুঁজে বের করতে পারে এ কুকুরটি।  

এছাড়াও প্রদর্শনীতে রয়েছে- ডোবারম্যা, ইংলিশ ককার প্যানেল, গোল্ডেন রিকটিভার, পাগ, জার্মান সেফার্ড, রট ইউলার নামক কুকুর।

ট্রাস্ট ক্যানেল অ্যান্ড ইমপোর্টস বাংলাদেশের প্রোভাইডার মাশফিকুর রহমান বাংলানিউজকে জানান, আমাদের দেশে গৃহে সেভাবে কুকুর পালন এখনো হয়ে উঠেনি। মানুষকে উদ্বুদ্ধ করাতেই এই প্রদর্শনী।  

তিনি বলেন, আমরা রাজধানীর ভাটারায় এলিট ফোর্সের ডগ স্কোয়াডে কুকুর পালন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কুকুর সরবরাহ করি।

প্রদর্শনীর প্রতিটি কুকুরের দাম ১ লাখ টাকার উপরে বলে জানান মাশফিকুর।

বেলা ১১টা ৫০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদফতরের ভেটেনারি অধ্যাপক ড. মো. হালিম।  

এছাড়া সকাল ১০টা থেকে ১২ টায় আলোচনা সভা এবং দুপুর ১টায় পোষা প্রাণীর ফ্রি ভ্যাকসিন প্রদান ও চিকিৎসা। দুপুর ১টা ৩০ মিনিটে প্রশিক্ষণ প্রদর্শন। বেলা ২টা পুরস্কার বিতরণ। বিকেল আড়াইটায় পোষা প্রাণীর র‌্যালি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।