ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

খোলপেটুয়া নদীর চরে বনায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, নভেম্বর ২৬, ২০১৫
খোলপেটুয়া নদীর চরে বনায়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: উপকূলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর চরে প্রতিবেশীয় বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় আটুলিয়া ইউনিয়ন পরিষদ, উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ডা. একেএম আব্দুল হামিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন, আটুলিয়া ইউপি সদস্য মাজিদা বেগম, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল প্রমুখ।

এরআগে আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষ্মী গ্রামের খোলপেটুয়া নদীর চরে কেওড়া, গোলপাতা, বাইন, কাঁকড়া, হরখোজা, পশুর ও খলিশা প্রভৃতি ম্যানগ্রোভ প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।