ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে পৃথিবীর সব রাষ্ট্র প্রধানদের একমত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।
রোববার (১৩ ডিসেম্বর) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন বাণী জানান।
এতে বলা হয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত! আমাদের গ্রহটিকে রক্ষা করার জন্য প্যারিস সম্মেলনে পৃথিবীর সব জাতি একযোগে পদক্ষেপ নিতে একমত হয়েছে। এই বৈশ্বিক মতৈক্য পৃথিবীকে শক্তি যোগাবে। এই গ্রহের অধিবাসী হিসেবে এই উদ্যোগকে নির্ধারিত সময়ের আগেই বাস্তবে রূপায়িত করা এখন আমাদের উপর নির্ভর করছে।
বিজ্ঞপ্তিতে পৃথিবীর সকল মানুষকে অভিনন্দন জানান ইউনূস।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি