ঢাকা: সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন-২০১৫ থেকে আসা ঘোষণা ও বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে প্রতিবেশ আন্দোলন।
শনিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ‘জলবায়ু সম্মেলন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে অস্তিত্বের সংগ্রাম’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে আলোচনা করবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, পরিবেশ বিষয়ক নীতি গবেষক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজান আর. খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিবেশ আন্দোলনের প্রধান সংগঠক আবুল হাসান রুবেল।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এমজেএফ