ঢাকা: ছেলেবেলায় দেখতাম বাড়ির পাশে বড় তাল গাছটায় বছরের একটা সময় শকুন এসে বসতো। নিচের দিকে শিকারির দৃষ্টিতে তাকিয়ে থাকতো।
এমনই একটি বিরল শকুন হঠাৎ নিজেই ভূপাতিত হলো বসুন্ধরা আবাসিক এলাকায়। শনিবার সন্ধ্যায় ডি-ব্লকে ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ প্রাঙ্গণে একটি অসুস্থ শকুন হঠাৎ মাটিতে পড়ে যায়। সেখানে উপস্থিত বাংলানিউজের গাড়িচালক শেখ ভাসান মিয়া দ্রুত শকুনটিকে সুস্থ করার জন্য লেগে পড়েন। পানি খাওয়ানোর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে থাকা শকুনটি হাঁটতে শুরু করে।
সাধারণত শকুন মাটি থেকে অন্য পাখির মতো সহজেই উড়তে পারে না। তাদের ওড়ার পদ্ধতি একটু আলাদা। উড়োজাহাজ যেমন রানওয়ে থেকে আকাশে উড়ে যায়, তেমনি শকুনও মাটিতে কিছুক্ষণ দৌড়ে এবং পাখা ঝাপটিয়ে প্রয়োজনীয় গতি সংগ্রহ করে তবেই আকাশে উড়তে শুরু করে। অসুস্থ শকুনটিও এভাবে একসময় উড়াল দেয় মুক্ত আকাশে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ/জেডএম