ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বেনাপোলে একশটি কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বেনাপোলে একশটি কচ্ছপ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত হতে পাচার হয়ে আসা একশটি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।



রোববার (০৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ইছামতি নদীর পাশ থেকে কচ্ছপের চালানটি ধরা পড়ে।

বিজিবি জানায়, গোপনে খবর আসে ভারত হতে সীমান্ত পথে পাচারকারীরা কচ্ছপের একটি চালান ইছামতি নদী পার হয়ে এপারে প্রবেশ করবে। এসময় বিজিবি সদস্যরা নদীর তীরে দাঁড়িয়ে তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে একশটি জীবিত বড় সাইজের কচ্ছপ উদ্ধার করা হয়।

২১ ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আটক হওয়া কচ্ছপগুলো পরবর্তীতে  বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের (১৩ ডিসেম্বর) বেনাপোল সীমান্ত থেকে ৮৭৪টি বিভিন্ন প্রজাতের ছোট-বড় কচ্ছোপ উদ্ধার করেছিল বিজিবি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।