ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বরগুনায় আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বরগুনায় আহত লক্ষ্মীপেঁচা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনা পৌর শহরের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আহত অবস্থায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ওই প্রাঙ্গণ থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘টাইটো আলবা’। ইংরেজিতে ‘বার্ন আউল’ বলা হয়।

স্থানীয়রা জানান, প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেঁচাটি আহত অবস্থায় বিদ্যালয় মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজকে খবর দেয়। মিরাজ ঘটনাস্থলে গিয়ে পেঁচাটিকে উদ্ধার করে বরগুনা শহরের বাজার রোডের সুখপাখি.কম কার্যালয় নিয়ে এলে বরগুনা প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টু বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করেন।

বন বিভাগের সহকারী বন সংরক্ষক আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে উপযুক্ত বনাঞ্চল না থাকায় এ অঞ্চলের পেঁচা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে পেঁচাটি উদ্ধার হয়েছে সেটি এখন একটু অসুস্থ। রাতে পেঁচাটিকে লবণগোলা সৃজিত বনে ছাড়া হবে।

এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আহত পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া পেঁচাটির তেমন বড় কোনো ক্ষতি হয়নি।

চার থেকে পাঁচ ঘণ্টা বিশ্রামে থাকলে পুনরায় পেঁচাটি সুস্থ হয়ে যাবে বলে তিনি জানান।

এ বিষয়ে সুন্দরবন জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহেল হাফিজ বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপেঁচা আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে।

তিনি আরও বলেন, আমাদের এ অঞ্চলে এক সময় প্রচুর লক্ষ্মীপেঁচা দেখতে পাওয়া যেতো। এখন আর দেখতে পাওয়া যায় না। তাই এদের বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।