শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে চাপালিশ কাঠ আটক করেছে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতিক সংরক্ষণ বিভাগ।
শনিবার (০৯ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে ভর্তি প্রায় ৮০ ফুট কাঠ আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান।
এসিএফ তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ১২ টুকরো চাপালিশ কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ড্রাইভার পালিয়ে গেলেও সিলেট ন-১১-১৪৯৭ নম্বরের পিকআপ আটক করা হয়। আটককৃত গাছের বাজারমূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।
এ ব্যাপারে একটি বনমামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বিবিবি/বিএস