বাঁশ-ভাল্লুক/ছবি: বাংলানিউজ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বিরল প্রজাতির ‘বাঁশ-ভাল্লুক’টি শ্রীমঙ্গল থেকে গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হলো।মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ভাল্লুকটির অবস্থা অপরিবর্তিত থাকায় সুচিকিৎসার জন্য শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, যেহেতু ৩/৪ দিন ধরে বাঁশ-ভাল্লুকটি মুখে কিছু খাচ্ছে না তাই সে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। তাকে ধরার সময় বেশ আহত করা হয়।
ক্ষতটা অভ্যন্তরীণ। তাই উন্নত চিকিৎসার জন্য সাফারি পার্কে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওর লাল রঙের নির্গত মল ইঙ্গিত করে তার ভেতরে কোনো ইনফেকশন রয়েছে এখনও। ডাক্তারের দেওয়া এন্টিবায়োটিক ও পেইনকিলারের কোর্সও শেষ।
২ জানুয়ারি সুনামগঞ্জের তাহিরপুর থেকে উদ্ধার হওয়া অতি বিরল প্রজাতির বাঁশ-ভাল্লুকটিকে (Binturang) শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা
ফাউন্ডেশনে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বিবিবি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।