ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঝালকাঠিতে ৪৫ বরিশালে ২৩৬ সাইক্লোন সেন্টার প্রস্তুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ঝালকাঠিতে ৪৫ বরিশালে ২৩৬ সাইক্লোন সেন্টার প্রস্তুত

ঝালকাঠি: ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় ঝালকাঠি জেলায় ৪৫টি ও বরিশাল জেলার ২৩৬টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (২৯ মে) উভয় জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠকে এ উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে উভয় জেলায় জরুরি কন্ট্রোলরুমও খোলা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ঝালকাঠি জেলায় ৩৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে থাকা নিশ্চিত করা ও জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়ের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম সব প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।