ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, জুলাই ১১, ২০১৭
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য ৠালি বের করা হয়। ৠালিটি জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

মেলায় প্রায় ৩০টি স্টল রয়েছে। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী সোমবার (১৭ জুলাই) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।