ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শীতে ‘পাকা আমের মতো’ পড়ছে ফ্লোরিডার ইগুয়ানা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শীতে ‘পাকা আমের মতো’ পড়ছে ফ্লোরিডার ইগুয়ানা! সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায় ইগুয়ানারা মাটিতে মড়ার মতো পড়ে আছে

ঢাকা: প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইগুয়ানাদের অবস্থা মর্মান্তিক। বলা হচ্ছে- বিচিত্র সরীসৃপগুলো পাকা আমের মতো ঝরে পড়ছে গাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায় ইগুয়ানারা মাটিতে মড়ার মতো পড়ে আছে।

যুগের অন্যতম বড় তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। এর প্রভাবে এবার অন্য বছরের তুলনায় অনেক বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে ফ্লোরিডায়।

ফলে এমন বেহাল দশা হয়েছে এ অঞ্চলের ইগুয়ানার। জানা যায়, এ ইগুয়ানাগুলো মরেনি। ঠাণ্ডায় জমে গেছে।

ফ্লোরিডার বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের সদস্য ক্রিস্টেন সমারস বলেন, অন্য সরীসৃপের মতোই ইগুয়ানা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। একটি নির্দিষ্ট তাপমাত্রায় এরা নড়তে পারে না। ৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এদের গতি মন্থর হয়ে পড়ে। আর তা ৪০ ডিগ্রির নিচে নেমে এলে ইগুয়ানার রক্তচলাচল বন্ধ হয়ে যায়।

সবুজ ইগুয়ানারা সাধারণত গাছে বসবাস করে। তাই প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় এরা গাছ থেকে পড়ে যাচ্ছে। শ্বাস-প্রশ্বাস ঠিকমতো কাজ করছে। তাপমাত্রা বাড়লে এরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে।  

ফ্লোরিডার একজন সাংবাদিক টুইটার পোস্টের মাধ্যমে বলেন, ঠাণ্ডায় জমে যাওয়া ইগুয়ানাকে রোদে এনে রেখে দিলে তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। তবে এ ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত।  

ঠাণ্ডায় ইগুয়ানাদের গাছ থেকে পড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম না। ২০০৮ এবং ২০১০ সালেও এমনটা দেখা গিয়েছিল।

ঠাণ্ডায় শুধু ইগুয়ানাদেরই দুর্গতি পোহাতে হচ্ছে না, বিপদের মধ্যে রয়েছে টেক্সাস উপকূলের সামুদ্রিক কচ্ছপও। ঠাণ্ডার হাত থেকে কচ্ছপগুলোকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সেখানকার সংরক্ষণকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।