বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উদ্ধার করা শকুনটি পরে পরিবেশ ও পাখি সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধনের সদস্যরা স্থানীয় সামাজিক বনায়ন কর্তৃপক্ষের মাধ্যমে সিংড়া ফরেস্ট পাখি পরিচর্যা কেন্দ্রে পাঠিয়েছে।
সৈয়দপুর বন বিভাগ সূত্র জানায়, খবর পেয়ে ওই এলাকায় গিয়ে সেতুবন্ধনের সদস্যরা শকুনটি উদ্ধার করেন।
পাখিটির সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সিংড়া ফরেস্টের পাখি পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান সৈয়দপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোতালেব হোসেন।
সেতুবন্ধনের সদস্যরা জানান, শকুনটি আহত হয়ে উড়তে না পারায় সৈয়দপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বৈরাগী পাড়ার একটি বাঁশঝাড়ে পড়েছিল। পরে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সেটি উদ্ধার করে। সম্ভবত দুই-তিনদিন খাবার খেতে পারেনি পাখিটি। এজন্য বেশ দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। এতে হয়তো দ্রুতই সুস্থ হয়ে উঠবে পাখিটি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআই