বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে পটুয়াখালী পৌরসভার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক পটুয়াখালী জেলার সভাপতি পিযূষ কান্তি হরির সভাপতিত্বে মানববন্ধনে সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাগরকন্যা কুয়াকাটা দক্ষিণের জনপদের অন্যতম পর্যটনকেন্দ্র। কিন্তু ভাঙ্গনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুয়াকাটা সৈকত। দ্রুত ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে কুয়াকাটা পর্যটনকেন্দ্রকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের মধ্য দিয়ে প্রস্তাবিত সৈকত রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন শেষে ‘কুয়াকাটা সৈকত রক্ষায়’ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমএস/এনএইচটি